ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি: তারেক রহমান
ক্ষমতার লড়াই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই রাজনীতির মূল লক্ষ্য—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে পরিচয়ের চেয়েও তাঁর বড় পরিচয় হলো তিনি জনগণের সন্তান। তিনি দেশের আপামর জনসাধারণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
তিনি জানান, নারীদের স্বাবলম্বী করা এবং কৃষকদের সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কড়াইল এলাকার শিশুদের ভবিষ্যৎ উন্নয়নে মানসম্মত শিক্ষা ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর মতে, এ এলাকার সন্তানদের বিদেশি ভাষায় দক্ষ করে গড়ে তুললে তারা আন্তর্জাতিক পরিসরে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবে।
আবাসন সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, সমস্যা সমাধানে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে একটি নতুন ক্লিনিক স্থাপনের কথাও উল্লেখ করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মাথা গোঁজার ঠাঁই হারানোর কষ্ট সাধারণ মানুষের অনুভূতি তিনি গভীরভাবে উপলব্ধি করেন।
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
চব্বিশের গণ-আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আল্লাহর রহমত ও জনগণের দোয়া থাকলে তিনি এসব উন্নয়নমূলক উদ্যোগ দ্রুত বাস্তবায়নে কাজ করবেন।





