পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ জানুয়ারির পর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো প্রবাসী ভোটার এবং বিশেষ কিছু শ্রেণির নাগরিকদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে।
ইসি সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এবার এই পদ্ধতির মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটাররা তাদের ঠিকানায় ব্যালট পৌঁছালে নিজ দায়িত্বে সংগ্রহ করে ২১ জানুয়ারির পর অ্যাপে লগইন করে ভোটাধিকার প্রয়োগ করবেন।
আরও পড়ুন: ১১ ও ১২ ফেব্রুয়ারির ছুটির প্রজ্ঞাপন জারি
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপনার প্রদত্ত ঠিকানায় ব্যালট পৌঁছালে নিজ দায়িত্বে ব্যালট সংগ্রহ করে ২১ জানুয়ারির পর অ্যাপে লগইন করে ভোটাধিকার প্রয়োগ করুন।
ইসির তথ্যমতে, দেশের তিন শ্রেণির নাগরিক—সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এই পোস্টাল ব্যালটের আওতায় ভোট দেবেন। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগে অংশগ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন: নির্বাচনের দিন ও আগে সহিংসতার দায় আ.লীগের: অন্তর্বর্তীকালীন সরকার
এবার এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। এটি দেশের নির্বাচনী ইতিহাসে প্রবাসী ভোটার ও বিশেষ শ্রেণির নাগরিকদের জন্য আয়োজনকৃত সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।





