আজ ইউরোপ জুড়ে চ্যাম্পিয়ন্স লিগের উত্তাপ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউরোপের শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফিরছে আজ রাতেই। একসঙ্গে ৯টি ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের নামী-দামি ক্লাবগুলো। প্রতিটি ম্যাচেই আছে আলাদা গল্প, আলাদা নাটকীয়তা।

সান্তিয়াগো বার্নাব্যু আজ হতে যাচ্ছে বিশেষ এক মঞ্চ। ইউরোপীয় ফুটবলে কোচ হিসেবে অভিষেক হচ্ছে আলভারো আরবেলোয়ার। তবে এই অভিষেকের সঙ্গে চাপও কম নয়। লা লিগায় ধারাবাহিক সাফল্য না পাওয়ায় রিয়াল সমর্থকদের অসন্তোষ স্পষ্ট। অন্যদিকে প্রতিপক্ষ মোনাকো লিগ ওয়ানে টানা চার ম্যাচে হেরে মানসিকভাবে পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাস ধরে রেখেছে।

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

আজকের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে ইন্টার মিলান ও আর্সেনালের দ্বৈরথে। শেষ দুটি ইউসিএল ম্যাচে হেরে কিছুটা চাপে ইন্টার। বিপরীতে আর্সেনালের রক্ষণভিত্তিক কৌশল এখন বেশ পরিচিত, ফলে ম্যাচটি হতে পারে নিখুঁত ট্যাকটিক্যাল লড়াই। একটি ছোট ভুলই বদলে দিতে পারে ম্যাচের গতিপথ।

নরওয়ের উত্তর মেরুর কাছের শহর বোডোয় অপেক্ষা করছে এক ব্যতিক্রমী রাতের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বিব্রতকর হারের পর নতুন করে ঘুরে দাঁড়াতে চাইবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন: সাফ ফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল

স্পোর্টিং লিসবন ও পিএসজির ম্যাচটিও দারুণ আকর্ষণীয়। লিগে দুই দলের ব্যবধান মাত্র তিন পয়েন্ট। লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি ছয় ম্যাচে পাঁচ জয়ে দুর্দান্ত ছন্দে থাকলেও স্পোর্টিং নিজেদের মাঠে বরাবরই ভয়ংকর প্রতিপক্ষ। ফলে ম্যাচটি হতে পারে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা।

লন্ডনে টটেনহ্যামের বিপক্ষে নামবে বরুসিয়া ডর্টমুন্ড। ডর্টমুন্ডের গতি ও দ্রুত ট্রানজিশন স্পার্সের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

গ্রিসে অলিম্পিয়াকোসের সামনে কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির বায়ার লেভারকুজেন। ইউরোপের মাত্র পাঁচটি দলের একটি লেভারকুজেন, যারা এখনো পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে হারেনি। তাই ঘরের মাঠেও অলিম্পিয়াকোসের কাজ সহজ নয়।

কোপেনহেগেন ও নাপোলির লড়াইও সমান শক্তির। টানা দুই জয়ে আত্মবিশ্বাসী কোপেনহেগেনের বিপরীতে নাপোলি ইউসিএলে পরপর পাঁচটি অ্যাওয়ে ম্যাচে হেরে চাপে রয়েছে।

গ্রুপের তলানিতে থাকা কাজাখস্তানের কায়রাত আলমাটির সামনে সুযোগ নিজেদের প্রমাণের। তবে তাদের প্রতিপক্ষ ক্লাব ব্রুজ এখনো পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে জয় না পেলেও অভিজ্ঞতায় এগিয়ে।

ভিয়ারিয়াল ও আয়াক্স—দুই দলই টেবিলের নিচের দিকে অবস্থান করলেও (৩৪ ও ৩৬ নম্বরে), গর্ব রক্ষার লড়াইয়ে ম্যাচটি রোমাঞ্চ ছড়াতে পারে।