এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন রোগী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১৯ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ঢাকা থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৩১) কুচিয়ামোড়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গাড়িটিতে থাকা রোগীসহ চারজন যাত্রী দ্রুত নেমে আসতে পারায় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানি এড়ানো গেছে।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণে এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ