সিলেট থেকে শুরু বিএনপির নির্বাচনী প্রচার, কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসা মাঠ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় নির্বাচনী প্রচার শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে দলটির প্রথম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বেলা ১০টা ৫৪ মিনিটে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আম্বারখানা মসজিদের ইমাম কোরআন তিলাওয়াত করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সমাবেশস্থলে পৌঁছাননি।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
সরেজমিনে দেখা গেছে, ভোরের আলো ফোটার আগেই আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নগরীর বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মিছিলও দেখা যায়।
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
দলীয় সূত্র জানায়, সমাবেশ শুরুর আগে তারেক রহমান সিলেট নগরীর হোটেল গ্র্যান্ড সিলেটে স্থানীয় তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ওই কর্মসূচি শেষে তিনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর দেশের বাইরে থাকা অবস্থার অবসান ঘটিয়ে ঢাকার বাইরে প্রথম নির্বাচনী সমাবেশে অংশ নিতে সিলেটে এসেছেন তারেক রহমান। বুধবার রাতে বিমানে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন। এরপর স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামে যান এবং সেখানে কিছু সময় কাটিয়ে রাতে হোটেলে অবস্থান করেন।
দলীয় নেতাকর্মীরা জানান, সিলেটের সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক ও পারিবারিক সম্পর্কের কারণে এ অঞ্চলটির গুরুত্ব আলাদা। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও অতীতে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার সিলেট থেকেই নির্বাচনী যাত্রা শুরু করলেন তারেক রহমান।
সমাবেশ ঘিরে নগরীর হোটেল, রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বাড়তি ব্যস্ততা লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
দলীয় ও জোট সূত্র জানায়, সিলেটের সমাবেশ শেষে তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে তার।





