তিতুমীর কলেজে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ৮

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১৩ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ মামুন হলে এ সংঘর্ষ ঘটে।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সংঘর্ষ চলাকালে শহীদ মামুন হলের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় হলের জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছে। আহত শিক্ষার্থীদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: জবিতে সরস্বতী পূজায় এবারও নারী পুরোহিত

শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম গণমাধ্যমকে জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে।