বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, পেছনে ট্রাম্প

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের একটি তালিকায় জায়গা করে নিয়েছেন তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্টের প্রভাব, দর্শক সম্পৃক্ততা এবং ধারাবাহিক উপস্থিতির ভিত্তিতে প্রকাশিত ওই তালিকায় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে রাজনৈতিক বার্তা, বক্তব্যভিত্তিক ভিডিও এবং সমসাময়িক ইস্যুতে নিয়মিত কনটেন্ট প্রকাশের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রতিক্রিয়া তৈরি করেছেন তারেক রহমান। এসব কনটেন্ট বিপুল সংখ্যক দর্শক ও অনুসারীর কাছে পৌঁছাচ্ছে, যা তাকে বিশ্বব্যাপী প্রভাবশালী কনটেন্ট ক্রিয়েটরদের কাতারে নিয়ে গেছে।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

তালিকায় তারেক রহমানের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের ওপরে থাকা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে দক্ষিণ এশীয় রাজনীতিতে ডিজিটাল কনটেন্টের প্রভাব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক রাজনীতিতে কনটেন্ট ক্রিয়েশন ও ডিজিটাল উপস্থিতি এখন জনমত গঠনের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে এই তালিকায় তারেক রহমানের অবস্থান রাজনৈতিক যোগাযোগের নতুন বাস্তবতাকেই তুলে ধরে।

আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস