শাকসু নির্বাচন স্থগিতের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন দাখিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট আইনজীবী মো. সাদ্দাম হোসেন বলেন, আবেদনটি যথাসময়ে চেম্বার আদালতে শুনানি হবে।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির
এর আগে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী নির্বাচন স্থগিত চেয়ে রোববার হাইকোর্টে রিট দায়ের করেন। আজ সোমবার শুনানি শেষে হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন।
রিট পক্ষের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম সাংবাদিকদের জানান, হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হবে না।
আরও পড়ুন: জবিতে সরস্বতী পূজায় এবারও নারী পুরোহিত
এদিকে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত পূর্বের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন সব নির্বাচন স্থগিত করায় প্রচারণা ব্যাহত হয়। পরে ১৫ জানুয়ারি আবারও নির্বাচন কমিশন ২০ জানুয়ারি নির্বাচন আয়োজনের অনুমতি দেয় এবং প্রার্থীদের সুবিধার্থে ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত প্রচারণার সময় বাড়ানো হয়।





