চট্টগ্রাম থেকে শুরু তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযান

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২২ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট সফরের পর রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারাভিযান। শনিবার সকালে গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।

তিনি জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

মাহাদী আমীন বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন তারেক রহমান। এই আলোচনায় শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির নীতিমালা নিয়ে মতবিনিময় করবেন তিনি। এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, চট্টগ্রামের কর্মসূচি শেষে তারেক রহমান ফেনীর পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোনাগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস

মাহাদী আমীন আরও জানান, সিলেট সফরের মতো চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতৃবৃন্দ চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। ওইদিন তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জসহ মোট সাতটি সমাবেশে বক্তব্য রাখেন।