কলমাকান্দার আলোচিত ইউএনও মাসুদুর রহমানের বদলি
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বদলির আদেশ জারি করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজার এলাকায় সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পান ইউএনও। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের ভাই পারভেজসহ কয়েকজন ওই জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন। পরে পারভেজকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন ইউএনও।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সেখানে উপস্থিত হয়ে ইউএনওর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি ইউএনওকে শাসিয়ে বলেন, তার অনুমতি ছাড়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা যাবে না। ইউএনও এ ধরনের বিধানের আইনগত ভিত্তি জানতে চাইলে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ আইনের কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হলে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়।
এই ঘটনার পরদিন রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে।
এর একদিন পরই মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কলমাকান্দা উপজেলার ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়।
উল্লেখ্য, মাসুদুর রহমান গত ১৪ ডিসেম্বর কলমাকান্দা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।





