আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি নিজ উদ্যোগে ট্রাইব্যুনালে হাজির হন।

আদালতের তথ্য অনুযায়ী, ৮টি অভিযোগের মধ্যে ৭টিতেই আবুল কালাম আজাদকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এর মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড, চারটিতে কারাদণ্ডের সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে তা কার্যকর করা হয়নি। আর একটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় খারিজ করা হয়েছিল।

আরও পড়ুন: নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

আদালত প্রমাণিত করেছে, আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের সময় ১৪ জনকে হত্যা, তিন নারীকে ধর্ষণ, ৯ জনকে অপহরণ, ১০ জনকে আটক রাখা, পাঁচ বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠন করেছেন।

আবুল কালাম আজাদের বিরুদ্ধে এ রায়ের মাধ্যমে যুদ্ধাপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা হয়েছিল। তবে তিনি পলাতক থাকায় তখন ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। গ্রেফতারি পরোয়ানা জারির আগেই তিনি পালিয়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যান।

আরও পড়ুন: নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি