সর্ব মিত্র চাকমার বিরুদ্ধে বহিরাগত শিশু-কিশোরদের সঙ্গে অসদাচরণের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা কিশোর-তরুণদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, খেলতে আসায় প্রায় ত্রিশজন কিশোর-তরুণকে কানে ধরিয়ে ওঠবস করানো হয়। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ভিডিওটি প্রথমে ফেসবুকে প্রকাশ করেন সূর্যসেন হল ছাত্রদলের সদস্যসচিব আবিদুর রহমান মিশু। তিনি গণমাধ্যমকে জানান, ভিডিওটি গত ৬ জানুয়ারি বিকাল ৪টা ৪৪ মিনিটে ধারণ করা।
ভিডিও ফুটেজে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রায় ৩০ জন কিশোর-তরুণ কানে হাত দিয়ে ওঠবস করছেন। তাদের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে।
আরও পড়ুন: তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: অস্ত্রসহ অন্যতম শ্যুটার গ্রেফতার
এ ঘটনার বিষয়ে জানতে একাধিকবার সর্বমিত্র চাকমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এদিকে বিষয়টি নজরে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে ঘটনাটি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে। ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালকের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি অভিযুক্ত ডাকসু সদস্যের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: কাওরান বাজারে স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যার শুটার রহিম গ্রেপ্তার
তিনি বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনের বাস্তবতা কী—তা জানতে সর্বমিত্র চাকমার কাছ থেকে একটি ব্যাখ্যা চাইতে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের আচরণ অনভিপ্রেত বলে মন্তব্য করছেন।





