ঢাকা-১৫ আসন

চার দিনের নির্বাচনি প্রচারে নামছেন জামায়াত আমির

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪৪ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১৫ আসন থেকে নিজ নির্বাচনি এলাকা ঘিরে টানা চার দিনের নির্বাচনি প্রচার সফর শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটায় মিরপুর ১০ নম্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার মাধ্যমে এই প্রচার কার্যক্রমের সূচনা করবেন তিনি।

বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব তথ্য জানান।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

তিনি জানান, ২৩ জানুয়ারি সকালে ঢাকা থেকে রওনা দিয়ে জামায়াত আমির বেলা ১১টায় পঞ্চগড়ে জনসভায় বক্তব্য দেবেন। এরপর পর্যায়ক্রমে দুপুরে দিনাজপুর, বিকেলে ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরে জনসভায় বক্তব্য রাখবেন। ওই দিন রংপুরেই তিনি রাত্রিযাপন করবেন।

২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভায় বক্তব্য রাখবেন। একই দিনে তিনি শেরপুর, সিরাজগঞ্জ শহর, উল্লাপাড়া ও পাবনায় পর্যায়ক্রমে জনসভায় অংশ নেবেন।

আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস

জামায়াত আমিরের এই চার দিনের সফরের শেষ দিনে, অর্থাৎ ২৫ জানুয়ারি, তিনি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করবেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।