চট্টগ্রামে তারেক রহমানের জনসভা: পলোগ্রাউন্ডের মহাসমাবেশ ঘিরে উৎসবমুখর নগরী
দীর্ঘ ২১ বছর পর বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ও ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে পলোগ্রাউন্ড মাঠ ঘুরে দেখা যায়, জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা
মাঠের ভেতরে চেয়ার স্থাপন, ব্যারিকেড নির্মাণ এবং নেতা–কর্মীদের প্রবেশ ও বের হওয়ার পথ নির্ধারণের কাজ তদারকি করছেন দায়িত্বপ্রাপ্তরা। বিপুল জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে সমাবেশস্থলে বিশেষ পরিচ্ছন্নতা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থাপন করা হয়েছে অস্থায়ী শৌচাগার।
মহাসমাবেশের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি মাঠের অবকাঠামো, নিরাপত্তা এবং জনদুর্ভোগ লাঘবের বিষয়গুলো পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে মেয়র বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ নগরী। এই মহাসমাবেশকে কেন্দ্র করে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সমাবেশটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনশৃঙ্খলা রক্ষায় সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি অননুমোদিত ড্রোন উড্ডয়ন এবং রাষ্ট্রবিরোধী কোনো প্ল্যাকার্ড বা বস্তু প্রদর্শনেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তার চট্টগ্রাম সফরকে ঘিরে নগরীসহ আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপি নেতারা আশা করছেন, পলোগ্রাউন্ডের এই মহাসমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিটি সম্পন্ন হবে।





