বিশ্বকাপে খেলতে হলে ভারতে যেতে হবে, না হলে বিকল্প দল নেবে আইসিসি

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫৯ পূর্বাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। অন্যথায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়া হবে—এমন সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার আইসিসির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো।

আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বুধবার বিকেল ৫টার মধ্যে ভারতে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছিল। তবে পরে আইসিসি বিসিবিকে জানায়, বিষয়টি সরকারের সঙ্গে আলোচনার জন্য আরও একদিন সময় দেওয়া হচ্ছে। সে অনুযায়ী ২২ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত না জানালে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

ক্রিকইনফো জানায়, ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প দল নেওয়া হবে কি না—এ বিষয়ে আইসিসির সভায় পূর্ণ সদস্য বোর্ডগুলোর প্রতিনিধিদের মধ্যে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে বাংলাদেশকে ভারতে খেলতে হবে এবং তা সম্ভব না হলে বিকল্প দল নেওয়ার পক্ষে সংখ্যাগরিষ্ঠ মতামত পড়ে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে গ্রুপ ‘সি’-তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে। স্কটল্যান্ড তখন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে ম্যাচ খেলবে। উল্লেখ্য, ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ব্যর্থ হওয়ায় স্কটল্যান্ড সরাসরি বিশ্বকাপে জায়গা পায়নি।

আরও পড়ুন: সাফ ফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল

এর আগে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না—এ বিষয়ে আলোচনা করতে আইসিসি বোর্ড সভা ডাকে। বাংলাদেশ আইসিসির পূর্ণাঙ্গ সদস্য হওয়ায় এককভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আইসিসির নির্বাহী কমিটির নেই। এজন্য পূর্ণ সদস্যদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমান দল পেলেও পরবর্তীতে তাকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিসিবি শক্ত অবস্থান নেয়। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি চিঠির মাধ্যমে আইসিসিকে জানায় যে, ভারতে বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় এবং বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়।

তবে আইসিসি জানায়, ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন হওয়ায় লজিস্টিক জটিলতার কারণে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এ বিষয়ে আইসিসি ও বিসিবির মধ্যে দু’দফা বৈঠক অনুষ্ঠিত হয়। অনলাইন বৈঠকে সমাধান না আসায় আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। সেখানেও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে।