বোর্ডসভায় সিদ্ধান্ত
বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি
২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে যদি বাংলাদেশ দল নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যায়, তবে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে সংস্থাটি।
বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে দল না পাঠানোর বিষয়টি আইসিসিকে অবহিত করলে, আজ আইসিসির বোর্ডসভায় এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
তবে সিদ্ধান্ত কার্যকর করার আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে। এর জন্য সংস্থাটি এক দিনের সময় নির্ধারণ করেছে।
এই তথ্য ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: সাফ ফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল





