অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোকসভা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান, প্রয়াত অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি মরহুম অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি ছিলেন একজন মানবিক, সৎ ও দায়িত্বশীল শিক্ষক। সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি তাঁর মমত্ববোধ এবং বিশ্বস্ততা তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির
কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান এবং কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন।
এ ছাড়া আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম, অনারারি অধ্যাপক ড. নাজমা বেগম, অধ্যাপক ড. আয়শা বেগম, অধ্যাপক ড. নাজমা খান মজলিস, অধ্যাপক ড. হাবিবা খাতুন, অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক ড. মো. নুরুল আমিন, অধ্যাপক ড. মো. এ কে এম গোলাম রব্বানী, অধ্যাপক ড. মো. আবদুর রহিম, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা মঞ্জুরুল আলম খান এবং সভাপতি মিসেস শবনম শেহনাজ চৌধুরী দীপা।
আরও পড়ুন: জবিতে সরস্বতী পূজায় এবারও নারী পুরোহিত
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুম অধ্যাপকের কন্যা আতিয়া রহমান রিফা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান।
শোকসভায় মরহুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক। শোক প্রস্তাব উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. সাইফুল্লাহ এবং সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন অধ্যাপক ড. নুসরাত ফাতেমা।
শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।





