খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছেন

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি আব্দুল আউয়াল ও তার সহযোগিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া আগের মতো সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন- আব্দুল আউয়াল, আব্দুল্লাহ, মকবুল হোসেনসহ আরও অনেকে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আউয়ালসহ তার বাহিনী খালেদা জিয়া হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে বি-বাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। গত ১৭ জানুয়ারী মনিপুরে তারা দুজনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আহতরা হলেন- আকতার মিয়া ও নাসির মিয়া। যারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় গ্রামের কয়েকটি পরিবার ভয়ে এখনও গ্রামে যেতে পারছে না।

আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, একজন অভিযুক্ত ব্যক্তি ও তার আওয়ামী দলীয় সহযোগীরা যদি দিনের পর দিন এভাবে ঘুরে বেড়াতে পারেন, তাহলে দেশের বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের আস্থা কমে যায়।

এদিকে প্রশ্ন উঠেছে, যারা চার্জশিট থেকে অব্যাহতি পেয়েছেন, তারা কি সবই নির্দোষ? ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে জুলাই আন্দোলনের মামলা থেকে আওয়ামী দলের দোসর ও চিহ্নিত পদধারী নেতার অব্যাহতি কিভাবে পাওয়া গেছে তা নিয়ে জনমনে সমালোচনা চলছে। অনেকে বলছেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার গাফিলতি এবং সঠিক তদন্ত না করে এসব আওয়ামী দোসরকে বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন: বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান

এলাকার সাধারণ জনতার দাবি, আউয়াল ও তার সহযোগিদের খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় অন্তর্ভুক্ত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। শুধুমাত্র তা করলে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে।

জানা গেছে, শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় গত ২৭ অক্টোবর ছয় আসামিকে খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এরা হলেন—মো. আব্দুল আউয়াল, জাকারুল চেয়ারম্যান, খোকন আচার্য হৃদয়, জালাল মোল্লা, আব্দুল্লাহ ও মকবুল হোসেন। 

উল্লেখ্য, আব্দুল আউয়াল ছিলেন আওয়ামী লীগের পদধারী নেতা এবং দলের বড় বড় নেতার সঙ্গে তার ছবি রয়েছে। এছাড়া তিনি ডিএমপির চার থানাসহ ফতুল্লা থানায় দায়েরকৃত জুলাই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।