ফুটবল মাঠেই ১১ জনকে গুলি করে হত্যা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেক্সিকোর সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে মাঠেই একদল সশস্ত্র হামলাকারীর গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন সালামানকার মেয়র সেসার প্রিয়েতো।

ঘটনাটিকে ‘গুরুতর সামাজিক ভাঙন’ হিসেবে উল্লেখ করে মেয়র বলেন, এই হামলা রাজ্যজুড়ে, বিশেষ করে সালামানকায় সহিংসতার একটি ঢেউয়ের অংশ, যা আমরা দুঃখজনকভাবে প্রত্যক্ষ করছি। অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু তারা তা সফল করতে পারবে না।

আরও পড়ুন: পাকিস্তানে সতর্কতা জারি, ভ্রমন এড়ানোর পরামর্শ

স্থানীয় সূত্র জানায়, ম্যাচ শেষ হওয়ার পরপরই সশস্ত্র ব্যক্তিরা মাঠে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে বহু হতাহতের ঘটনা ঘটে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সালামানকা শহরটি যে গুয়ানাহুয়াতো রাজ্যে অবস্থিত, সেই রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় খামেনি সরানো হয়েছে ভূগর্ভস্থ আশ্রয়ে

এক বিবৃতিতে দপ্তরটি জানায়, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে নগর, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গুয়ানাহুয়াতো রাজ্য দীর্ঘদিন ধরেই মেক্সিকোর অন্যতম সহিংস এলাকা হিসেবে পরিচিত, যেখানে অপরাধী চক্রগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।