কড়াইলবাসীদের জন্য ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের স্থায়ী ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা করতে সেখানে বহুতল ভবন নির্মাণ করে ছোট আকারের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা এই এলাকায় বসবাস করছেন, তাদের নাম নিবন্ধনের মাধ্যমে নিজ নিজ নামে ফ্ল্যাট হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করে এসেছে। অতীতে রাষ্ট্র পরিচালনার সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কড়াইলবাসীর দীর্ঘদিনের আবাসন সংকট ধাপে ধাপে সমাধান করা হবে। এই এলাকায় আধুনিক ও উঁচু ভবন নির্মাণ করে বসবাসযোগ্য ফ্ল্যাট তৈরি করা হবে, যাতে ঢাকার মতো গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ নিরাপদে মাথা গোঁজার ঠাঁই পায়।

আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস

শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়েও পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, কড়াইল এলাকার শিশুদের জন্য শিক্ষা, খেলাধুলা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হবে। এলাকাতেই ক্লিনিক ও হাসপাতাল স্থাপনের মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

নারীদের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, অতীতে খালেদা জিয়া নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। ভবিষ্যতে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে “ফ্যামিলি কার্ড” চালুর পরিকল্পনাও রয়েছে।

ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, কড়াইল এলাকার সঙ্গে তার নিজস্ব সম্পর্ক রয়েছে। তিনি বলেন, অতীতে স্বৈরাচারী শাসনের সময় তার পারিবারিক বাড়ি ধ্বংস করা হয়েছিল। বর্তমানে গুলশানে বসবাস করলেও কড়াইলবাসীর আরও কাছাকাছি প্রতিবেশী হিসেবেই নিজেকে মনে করেন এবং আজীবন তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনাসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।