জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দুটি পয়েন্ট-২২ রাইফেল উদ্ধার

Sanchoy Biswas
সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:১১ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পয়েন্ট-২২ রাইফেল উদ্ধার করা হয়েছে। গত (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের কমান্ডার (২৭ বীর)-এর নেতৃত্বে সেনাবাহিনী ও র‍্যাব-৯ এর একটি যৌথ দল সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে পানিছড়া গ্রামের হাজি মো. আতিকুর রহমানের বাড়ির সামনের একটি চা-বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পয়েন্ট-২২ রাইফেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: সরিষার মাঠে মৌমাছির উৎসব, মধু চাষিদের কর্মব্যস্ততা

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র দুটি র‍্যাব-৯ এর মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সেনা ক্যাম্প সূত্রে জানা যায়।