ক্রাচে ভর দিয়ে হাঁটছেন হৃতিক রোশান, উদ্বিগ্ন ভক্তরা
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশান মানেই পর্দায় দুর্দান্ত উপস্থিতি আর অনবদ্য নাচ। কিন্তু সম্প্রতি পরিচালক গোল্ডি বেহেলের জন্মদিনের পার্টিতে হৃতিকের উপস্থিতি দেখে কপালে ভাঁজ পড়েছে ভক্তদের। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়—ক্রাচে ভর দিয়ে অত্যন্ত সতর্কভাবে হাঁটছেন হৃতিক রোশান। প্রতিটি পদক্ষেপেই বোঝা যাচ্ছিল, তিনি শারীরিকভাবে বেশ কষ্টে রয়েছেন।
ভিডিওতে আরও দেখা যায়, এদিন বেশ লো-প্রোফাইল বজায় রেখে পার্টি থেকে বেরিয়ে যান এই সুপারস্টার। ক্যাজুয়াল পোশাকে উপস্থিত হলেও, সাধারণত যেভাবে পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দেন, সেদিন তা পুরোপুরি এড়িয়ে যান তিনি।
আরও পড়ুন: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বুবলী!
হৃতিকের এই শারীরিক অবস্থার ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট দিতে শুরু করেন। প্রিয় তারকার এমন দৃশ্য অনেকের মনেই উদ্বেগ তৈরি করেছে।
এই আবহেই হৃতিকের শারীরিক সংগ্রাম নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন নামী কোরিওগ্রাফার বসকো মার্টিস। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির জনপ্রিয় গান ‘সেনোরিতা’-র শুটিংয়ের সময়কার অভিজ্ঞতা।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কেল
বসকো জানান, পর্দায় যে আনন্দ আর বন্ধুত্বের বার্তা ফুটে ওঠে, বাস্তবে সেই গানটির শুটিং হৃতিকের জন্য ছিল অত্যন্ত কষ্টের। তার ভাষায়, সেনোরিতা’র কোরিওগ্রাফি ছিল খুবই কঠিন। শুটিংয়ের সময় হৃতিক তীব্র ব্যথার মধ্যে ছিলেন, কিন্তু পর্দায় এক মুহূর্তের জন্যও সেটা বোঝা যায়নি।”
প্রচণ্ড শারীরিক অস্বস্তি থাকা সত্ত্বেও শুটিং থামাননি হৃতিক রোশান। তার এই পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তা জেনে বিস্মিত হয়েছেন নেটিজেনরা। পর্দার ঝলমলে নাচের আড়ালে যে দীর্ঘদিনের শারীরিক লড়াই লুকিয়ে ছিল, তা এতদিন অজানাই ছিল তার অসংখ্য ভক্তের কাছে।





