রিটার্ন টিকিট ছাড়াই অস্ট্রেলিয়া যাওয়ার গুঞ্জন, ক্ষুব্ধ বিসিবি সভাপতি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রিটার্ন টিকিট না কেটেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে রোববার রাতভর। তবে সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিসিবির কার্যালয়ে তার উপস্থিতিতে সেই গুঞ্জনের আপাতত অবসান ঘটে।

এর আগে দেশ ত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিসিবি সভাপতি তা ‘মিথ্যা’ বলে দাবি করেন। তিনি জানান, বিসিবিতে কাজের চাপ থাকায় এই মুহূর্তে কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান

ভিত্তিহীন এই সংবাদে বিরক্ত প্রতিক্রিয়া জানিয়ে এক গণমাধ্যমকে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দা বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ?’

পরে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ের দিকে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন—

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

‘কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছেন বিসিবি সভাপতির পরিবার। দায়িত্ব গ্রহণের পরও তিনি কয়েক দফা মেলবোর্ন সফর করেছেন এবং সেখান থেকেই অনলাইনে বিসিবির কার্যক্রম পরিচালনা করেছেন। ফলে তার দেশত্যাগ সংক্রান্ত যেকোনো গুঞ্জন সহজেই আলোচনার জন্ম দেয়।

তবে সোমবার বিসিবিতে তার সরাসরি উপস্থিতি স্পষ্ট করেছে, রিটার্ন টিকিট ছাড়া অস্ট্রেলিয়া যাওয়ার খবরটি বাস্তবতার সঙ্গে মিলেনি।