২৯ জন নামীয় আসামি
জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুই দিন পর বুধবার (২১ জানুয়ারি) রাতে র্যাবের পক্ষ থেকে মামলাটি করা হয়।
মামলায় ইয়াসিন নামের একজনকে প্রধান আসামি করে মোট ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
তিনি জানান, এই মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।
এদিকে ঘটনার পর থেকে জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১৯ জানুয়ারি বিকেলে সেখানে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন নিহত হন। এ ঘটনায় আরও চারজন র্যাব সদস্য আহত হন।
আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার
পুলিশ, র্যাব ও স্থানীয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে হাজারো অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকায় দখলকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। টিলা কেটে গড়ে তোলা ঝুঁকিপূর্ণ এই বসতিগুলো দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। প্রশাসনের একাধিক অভিযানে বাধা ও হামলার ঘটনা ঘটায় সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।





