১২ ঘণ্টা পর মুক্ত শাবিপ্রবি ভিসি, অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য মো. সাজেদুল করিমসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা ১২ ঘণ্টা পর মুক্ত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে তাদের অবরুদ্ধ অবস্থান কর্মসূচি স্থগিত করেন। অবরোধ শুরু হয় দুপুর সাড়ে ১২টার দিকে, যখন হাইকোর্টের নির্দেশে শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা মাউশির
উপাচার্য সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, তিনজন শিক্ষার্থী হাইকোর্টে রিট করে এবং হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। আমরা চেম্বার আদালতে আপিল করেছি, তবে শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শাকসু নির্বাচন স্থগিত রয়েছে। সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত শাকসু আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।
অবরুদ্ধ অবস্থায় আন্দোলনকারীদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন উপাচার্য। পরে আন্দোলনকারীরা প্রশাসনের আশ্বাসে তালা খুলে অবস্থান কর্মসূচি স্থগিত করেন। স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার জানান, “প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা নিশ্চিত করার জন্য আমরা তাদের অবরুদ্ধ করেছিলাম। রিটের ফলাফলের ভিত্তিতে আমাদের কর্মসূচি আগামীকাল পুনরায় শুরু হবে।
আরও পড়ুন: জবিতে সরস্বতী পূজায় এবারও নারী পুরোহিত
এদিন দুপুরে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করেন। বিক্ষোভে অংশ নেন ছাত্রশিবির-সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেল’, ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে। সোমবার বিকেলে চেম্বার আদালতে এই আবেদন দাখিল করা হয়, যেখানে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করার জন্য অনুরোধ করা হয়েছে।





