নির্বাচিত সরকার গঠিত হলেই সকল সংকটের অবসান ঘটবে: রিজভী
দেশে নির্বাচিত সরকার গঠিত হলেই সকল সংকটের অবসান ঘটবে এবং জবাবদিহিতা ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হলেই দেশে জবাবদিহিতা ফিরবে এবং সংকটের অবসান ঘটবে।’
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
রিজভী অভিযোগ করে বলেন, ‘দেড় বছর ধরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সরকারের কোনো জবাবদিহিতা নেই। একটি নির্বাচিত সরকার থাকলে জনগণের কাছে তাদের প্রতিটি ব্যর্থতার হিসাব দিতে হতো।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হলো জবাবদিহিতা। আর এই জবাবদিহিতা নিশ্চিত করতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। সেই কারণেই বিএনপি শুরু থেকেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে।’
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘বর্তমান সরকারের ঢিলেঢালা অবস্থানের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। প্রতিদিনই অপরাধ বাড়ছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করা।’
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘নানা কারণে ইসির কার্যক্রম নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। গত ১৭ বছর ধরে দেশের মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন জনগণ চায় নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এই নিশ্চয়তা দেওয়া নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।’
রিজভী নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেন, ‘নির্বাচন কমিশন যদি কোনো একটি পক্ষের দিকে ঝুঁকে পড়ে, তাহলে অতীতের অন্ধকার দিনগুলো আবার ফিরে আসবে। বিগত দিনে যেভাবে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, তা কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই পুনরুদ্ধার সম্ভব।’
পরে বিএনপির এ সিনিয়র নেতা শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন।
উল্লেখ্য, জাজিরা ও সদর উপজেলায় আয়োজিত এসব ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে আগত বিভিন্ন বিভাগের শতাধিক চিকিৎসক প্রায় পাঁচ হাজার সেবা প্রত্যাশী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।





