মালিবাগ বাজারে চাঁদাবাজদের শাস্তির হুশিয়ারি দিয়েছেন ড. এম এ কাইয়ুম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:১১ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালিবাগ বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যবসায়ীদের কাজ থেকে চাঁদা দাবি করলে তাকে শাস্তির আওতায় আনার হুশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।

তিনি বলেন, “কোনো মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজ আমার দলের কর্মী হতে পারবে না।”

আরও পড়ুন: দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ : গবেষণা

রাজধানীর মালিবাগ বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভায় ড. এম এ কাইয়ুম আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব থাকা যাবে না। সবাই মিলেমিশে বাজারকে সুন্দরভাবে পরিচালনা করবেন। পাশাপাশি তিনি বাজারে অপকর্ম ও অপরাধ নির্মূলে সিসিটিভি ও নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।