মালিবাগ বাজারে চাঁদাবাজদের শাস্তির হুশিয়ারি দিয়েছেন ড. এম এ কাইয়ুম
ছবিঃ সংগৃহীত
মালিবাগ বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যবসায়ীদের কাজ থেকে চাঁদা দাবি করলে তাকে শাস্তির আওতায় আনার হুশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।
তিনি বলেন, “কোনো মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজ আমার দলের কর্মী হতে পারবে না।”
আরও পড়ুন: দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ : গবেষণা
রাজধানীর মালিবাগ বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভায় ড. এম এ কাইয়ুম আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব থাকা যাবে না। সবাই মিলেমিশে বাজারকে সুন্দরভাবে পরিচালনা করবেন। পাশাপাশি তিনি বাজারে অপকর্ম ও অপরাধ নির্মূলে সিসিটিভি ও নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।





