ভোট ঘিরে টানা চার দিনের ছুটি

নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি, শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারি থেকেই কার্যকর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ছুটির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি থেকেই সাধারণ ছুটি কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আরও পড়ুন: নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

তিনি বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভোটারদের যাতায়াত ও নির্বিঘ্নে ভোটদানের সুযোগ নিশ্চিত করতেই নির্বাচনের আগের দিনটিকেও সাধারণ ছুটির আওতায় আনা হয়েছে।

বিশেষ করে শিল্প কলকারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে ১০ ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন সাধারণ ছুটি পাবেন।

আরও পড়ুন: নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

এদিকে, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকায় এবং এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায়, এবারের নির্বাচন ঘিরে সাধারণ জনগণের জন্য টানা চার দিনের ছুটি মিলছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে কর্মসূত্রে নিজ নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত ভোটাররা সহজেই বাড়ি ফিরে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচনকে সর্বজনীন, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে জনস্বার্থে এই বাড়তি ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।