ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশ প্রত্যাশা করে না: পররাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৯ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ভারতে বসে শেখ হাসিনার কোনো বিবৃতি প্রত্যাশা করে না।

১৯ জানুয়ারি তিনি বিবিসি ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। ১০ মিনিটের ওই সাক্ষাৎকারটি বিবিসি ইন্ডিয়া ২১ জানুয়ারি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান, দুই দেশের সম্পর্ক, জাতীয় নির্বাচন এবং ঢাকা-নয়াদিল্লি সম্পর্কসহ বিভিন্ন বিষয় স্পষ্ট করা হয়।

আরও পড়ুন: নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ-ভারত সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ভারত বসে শেখ হাসিনা কোনো ধরনের বিবৃতি প্রত্যাশা করে না বাংলাদেশ।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ভালো উদাহরণ হবে না।

তৌহিদ হোসেন বলেন, “সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না। একই নীতি ভারত সরকারেরও মেনে চলা উচিত।”

আরও পড়ুন: নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

তিনি আরও উল্লেখ করেন, “হাসিনা সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছে করে খারাপ করা হয়েছিল। তবে বাংলাদেশ দুই দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, যদিও তারা একে অপরকে শত্রু মনে করলেও।”