অটোরিকশা চালকদের সড়ক অবরোধে তীব্র যানজট, ভোগান্তিতে জনসাধারণ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:১৮ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাড্ডায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে মানববন্ধনের ডাক দেন রিকশা ও ভ্যান শ্রমিকরা। তবে ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধনের কথা থাকলেও এক পর্যায়ে তারা সড়ক অবরোধে নামেন। এতে বাড্ডা ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, শ্রমিকদের পক্ষ থেকে সড়ক অবরোধের কোনো পূর্ব ঘোষণা দেওয়া হয়নি। তারা কেবল মানববন্ধনের কথা জানিয়েছিল। কিন্তু কর্মসূচি চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ করে দেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। এই কর্মসূচির আয়োজন করে ঢাকা বৃহত্তর দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আরও পড়ুন: দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ : গবেষণা

সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে চিকন চাকার ব্যাটারি রিকশা চলাচলে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এসব নিষেধাজ্ঞার কারণে শ্রমিকদের জীবিকা নির্বাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে, ট্রাফিক গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক অবরোধ থাকায় ওই রুট ব্যবহারকারী যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নির্মাণাধীন ভবনের রড পড়ে যুবকের মৃত্যু, কনকর্ডের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড বা উত্তরা অভিমুখে যাত্রীরা বাড্ডা লিংক রোড থেকে বামে ঘুরে গুলশান-১ হয়ে গুলশান-২ দিয়ে যেতে পারবেন। উত্তরা থেকে আগত যানবাহনকে বাড্ডা রুট এড়িয়ে মহাখালী রুট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

সড়ক অবরোধের কারণে বাড্ডা, রামপুরা ও আশপাশের এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।