মহাসড়কে অভিযান, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১), নরসিংদী।

রোববার (২৫ জানুয়ারি) সকালে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

আটককৃতরা হলেন—হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পূর্ব চারাভাঙ্গা গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে মিলন মিয়া (৩২) এবং গাড়িচালক তাহাদুল ইসলাম ওরফে শান্ত (১৯), গাজীপুর জেলার শ্রীপুর থানার শৈলাট গ্রামের মৃত বাহাদুর মিয়ার ছেলে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান গাড়ি, নগদ তিন হাজার আটশ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, গত শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকামুখী একটি হলুদ রঙের পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। পরে উক্ত গাড়ির বডির নিচে সুকৌশলে সাড়ে ৪০ কেজি গাঁজা লুকিয়ে রাখার বিষয়টি ধরা পড়ে। এরপর মাদকসহ দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার

আটককৃতদের বিরুদ্ধে বেলাব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।