শামীম ওসমান ও ছেলে অয়নসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:২৬ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জন।

আরও পড়ুন: ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড

অভিযোগপত্রে বলা হয়, গত ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় শামীম ওসমান ও তার অনুসারীরা দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন। আন্দোলন দমনের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ক্লাবে একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে তা শিক্ষার্থীদের ওপর হামলায় ব্যবহার করা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: চানখারপুলে ছয়জন হত্যা মামলার রায় আজ

মামলার নথিতে উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট মাসে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী সদস্য ছিলেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এই প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।