তারেক রহমানের পক্ষে প্রচার শুরু, প্রথম দিনেই ব্যাপক জনসমাগম
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার প্রথম দিনেই সংসদীয় আসন ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে প্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে মাঠে নামেন নেতাকর্মীরা। প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে আয়োজিত এ প্রচার কর্মসূচি রাজধানীর পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মোঃ আবুল কাশেম, আহ্বায়ক ইথুন বাবু, যুগ্ম-আহ্বায়ক রিজিয়া পারভীন, রফিকুল ইসলাম রফিক, খালেদ এনাম মুন্না, সাজ্জাদ পলাশ, ড. শাহরিয়া সামাদ, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস এম বি হৃপন, রুবাবা তারেক, নাজনীন আকবর হক, আতিকা ইসলাম, শারার কাশফি, কাজী সাজেদুর রহমান, আমিরুল ইসলাম জনি প্রমুখ।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মির্জা সমাট রেজা, রোকনুজ্জামান দিপু, বদিউজ্জামান টুটুল, শামীমা আক্তার রুবি, নাহিদ চৌধুরী রানা, জান্নাতুল ফেরদৌস, পরান আহসান, আব্দুর রউফ, মালেক মুন্সী, এ্যাডভোকেট শফিকুল ইসলাম মিজান, হোসনে আয়ারা মায়া, দিদারুল আলম দিদার, মোঃ আবুল খায়ের, শরীফুল ইসলাম সুজন, প্রমা আজিজ, ওয়াসিম কবির (গামছা পলাশ), মনোয়ার হোসেন ভুইঁয়া শাওন, মোঃ দেলোয়ার হোসেন দ্বীপ, আবির খান, হাসানুজ্জামান হাসান ও মোহাম্মদ ফরিদ।
আয়োজকরা জানান, সামনে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে এবং সাধারণ মানুষের কাছে তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস





