বিদেশি কূটনীতিকদের সঙ্গে আজ ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: নির্বাচনের দিন ও আগে সহিংসতার দায় আ.লীগের: অন্তর্বর্তীকালীন সরকার
তিনি জানান, রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনের সব সদস্য উপস্থিত থাকবেন। একই সঙ্গে বৈঠকে অংশ নেবেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং জাতিসংঘের প্রতিনিধিরা।
নির্বাচন কমিশনার বলেন, “এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কমিশনের প্রস্তুতি, নির্বাচন পরিচালনার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।”
আরও পড়ুন: রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বেড়েছে ২৫ হাজার কোটি টাকা
ইসি সূত্র জানায়, নির্বাচনের আগে আন্তর্জাতিক সম্প্রদায়কে কমিশনের প্রস্তুতি ও ভূমিকা সম্পর্কে অবহিত করতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি কূটনীতিকদের এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





