মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে তিনি হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম
হতাহত এক শিশুর মা অভিযোগ করে বলেন, আহত শিশুদের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা এবং নিহত শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু একটি শহীদ শিশুর জীবনের মূল্য কি মাত্র ২০ লাখ টাকা? অনেক শিশুর একাধিক অপারেশন প্রয়োজন হচ্ছে। বর্তমানে বিমানবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে বারবার যেতে হচ্ছে এবং সেখানে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।
আরেক আহত শিশুর মা বলেন, তার সন্তানের বাবা নেই। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত হওয়ার পর তার সন্তান এখন আর হাঁটতে পারে না।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
হতাহতদের পরিবারের বক্তব্য শোনার পর তারেক রহমান তাদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
হতাহত শিশুদের পরিবারের পক্ষে এক অভিভাবক জানান, স্মারকলিপিতে তাদের মূল দাবিগুলো উল্লেখ করা হয়েছে। স্বল্প সময়ে সব দাবি মৌখিকভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি। দাবিগুলোর মধ্যে রয়েছে— বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের শহীদ মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ, আহত শিশুদের আজীবন পুনর্বাসন ও স্বাস্থ্যসেবার জন্য বিশেষ হেলথ কার্ড প্রদান, স্মৃতি সংরক্ষণের জন্য উত্তরায় একটি মসজিদ বা মাদরাসা নির্মাণ এবং জয়নুল আবেদিনের করা রিটের বাস্তবায়ন।
তিনি আরও বলেন, তারেক রহমান জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে সময়ের সংকট রয়েছে, তবে শিগগিরই তিনি পরিবারগুলোর সঙ্গে পুনরায় বসে বিস্তারিত আলোচনা করবেন।





