শেষ দিনে ২২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ছবিঃ সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ৩০০ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। প্রত্যাহার করা অধিকাংশই জামায়াত-ইসলামী জোট ও স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচন কমিশনের এখন পর্যন্ত সার্ভারের তথ্য অনুযায়ী ২২১ জন প্রার্থী স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানা যায়।
আরও পড়ুন: নির্বাচনের সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি
বুধবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন। তাদের মধ্যে বরাদ্দ করা হবে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের চাহিদা অনুযায়ী প্রতীক। বৃহস্পতিবার থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।





