নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
নরসিংদীর সদর উপজেলার বাদুয়ারচর হতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৫ জানুয়ারী) সকালে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
আটকৃতরা হলেন, সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শফি উল্লাহ (৪১) ও একই গ্রামের কামাল খানের ছেলে জাহিদ খান (৩৩)। এসময় তাদের কাছ থেকে ১১০ (একশ দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবির ওসি জানান, গত শনিবার বিকেলে উপপরিদর্শক মো.সাইফুল ইসলাম ও ওবায়দুল্লাহর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাদুয়ারচর গেইট বাজার নামক স্থানে (নরসিংদী-রায়পুরা) আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা শফিউল্লাহ ও জাহিদকে একশ দশ পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হন। পরে আটককৃত দুইজনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার





