ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ প্রার্থী ঢাকা-১২, সর্বনিম্ন পিরোজপুর-১

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২৮ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী আছেন ঢাকা-১২ আসনে, আর সর্বনিম্ন প্রতিদ্বন্দ্বী রয়েছেন পিরোজপুর-১ আসনে, মাত্র দুজন।

মঙ্গলবার রাত ১টার পর নির্বাচন কমিশন প্রকাশিত প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় দেখা যায়, ঢাকা-১২ আসনে এবার সর্বাধিক ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় সর্বাধিক প্রার্থী ১৩ জন নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে রয়েছেন। অন্যদিকে, পিরোজপুর-১ আসনে দুইজন প্রার্থী রয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনের সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি

এছাড়া খুলনা-১, ঢাকা-৯, ঢাকা-১৪, গাজীপুর-২ আসনে ১২ জন করে প্রতিদ্বন্দ্বী, আর ১১ জন করে প্রার্থী রয়েছেন ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১১, ঢাকা-১৬, ঢাকা-১৭, নারায়ণগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ফেনী-২, নোয়াখালী-৫, খাগড়াছড়ি।

১০ জন করে প্রার্থী রয়েছেন ঠাকুরগাঁও-৩, রংপুর-৫, গাইবান্ধা-৩, খুলনা-৩, টাঙ্গাইল-৪, ঢাকা-১৮, নরসিংদী-৫, নারায়ণগঞ্জ-৫, মাদারীপুর-১, মাদারীপুর-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-৫, নোয়াখালী-৬, চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১১ আসনে।

আরও পড়ুন: শেষ দিনে ২২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মঙ্গলবার ৩০৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করার পর ২৯৮টি আসনে (পাবনা-১ ও ২ ব্যতীত) মোট ১৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়েছেন।

প্রার্থীদের প্রতীক বরাদ্দ বুধবার থেকে শুরু হয়েছে। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।