তারেক রহমানের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৫ অপরাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে এ বৈঠক করেন।

বৈঠকে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

এছাড়াও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে এ বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।