শহীদ মোবারক হোসেনের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু জেহাদ খানের
কিশোরগঞ্জ-০৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মানবিক ডাক্তার অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এ সময় জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আগামী দিনে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।
আরও পড়ুন: গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. রফিকুল ইসলাম
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমেদ, সেক্রেটারি মাওলানা নাজিমউদ্দিন, এনসিপি করিমগঞ্জ উপজেলা সভাপতি মোবারক হোসেন, করিমগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলামসহ নেতাকর্মীরা।





