যশোরের আফিয়াকে বাড়ি দিলেন তারেক রহমান
যশোরের অ্যালবিনিজমে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারকে বাড়ি নির্মাণ করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানটির আয়োজন করে যশোর জেলা বিএনপি।
ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, “দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি।” তিনি আরও বলেন, দেশে আফিয়ার মতো অসংখ্য অসহায় পরিবার রয়েছে। বিএনপি প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে মানুষের কল্যাণে কাজ করছে এবং এই ধারা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
তিনি জানান, জনগণের সমর্থন পেলে ভবিষ্যতে সরকার গঠন করে “ফ্যামিলি কার্ড” পদ্ধতির মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
উল্লেখ্য, অ্যালবিনিজমে আক্রান্ত শিশু আফিয়ার জন্মের পর ত্বকের রঙের পার্থক্য নিয়ে বিভিন্ন অপবাদ ছড়ায়। এর জেরে গত বছর আট মাস বয়সে স্ত্রী মনিরা খাতুনকে তালাক দেন স্বামী মোজাফ্ফর হোসেন। বিষয়টি গত নভেম্বর মাসে গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।





