সানওয়ে–জেজি হেলথকেয়ারের চুক্তি, বাংলাদেশিদের বিদেশে চিকিৎসা হবে আরও সহজ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৪ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি রোগীদের জন্য বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হতে যাচ্ছে। মালয়েশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সানওয়ে হাসপাতাল বাংলাদেশের জেজি হেলথকেয়ারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় জেজি হেলথকেয়ার বাংলাদেশে সানওয়ে হাসপাতালের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে।

চুক্তির ফলে বাংলাদেশি রোগীরা জেজি হেলথকেয়ারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং হাসপাতাল ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা পাবেন। একই সঙ্গে ভিসা প্রক্রিয়া, বিমান টিকিট ও আবাসন ব্যবস্থাপনা পরিচালনা করবে সহযোগী প্রতিষ্ঠান স্টেক হলিডেজ লিমিটেড। এতে রোগীদের একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ঝামেলা কমবে এবং বিশেষ ছাড়ে ওয়ান-স্টপ সেবা নিশ্চিত হবে।

আরও পড়ুন: দেশে তরুণ-তরুণীদের উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ

এ বিষয়ে জেজি হেলথকেয়ার ও স্টেক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক আবদুল্লাহ বলেন, “সানওয়ের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশি রোগীদের জন্য বিদেশে চিকিৎসা গ্রহণের পুরো প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তুলবে। আমরা সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অন্যদিকে, সানওয়ের আন্তর্জাতিক প্রকল্প প্রধান লিম ওয়েই ই বলেন, “বাংলাদেশে জেজি হেলথকেয়ারকে আমাদের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে পেয়ে আমরা আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি রোগীরা বিশ্বমানের চিকিৎসাসেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন।”

আরও পড়ুন: সারাদেশে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ভাইরাস, আক্রান্ত হলেই মৃত্যু ঝুঁকি

উল্লেখ্য, মালয়েশিয়ার সানওয়ে হাসপাতাল আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে। বাংলাদেশি রোগীদের মধ্যেও প্রতিষ্ঠানটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।