‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২৫ পূর্বাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে আগমন করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার (২৫ জানুয়ারি) সকালে র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে তরুণদের সঙ্গে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’-এ অংশ নেন।

আলোচনার সময় একজন শিক্ষার্থী তাকে ‘স্যার’ ডেকে সম্বোধন করলে তিনি বলেন, “আপনারা আমাকে ভাইয়া বলে ডাকতে পারেন। বয়সের হিসেবে আঙ্কেল ডাকতে পারেন, তবে আঙ্কেল ডাকাটা পছন্দ করব না।” এরপর শিক্ষার্থীরা ‘ভাইয়া’ বলে প্রশ্ন শুরু করে।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

তারেক রহমান বলেন, “আমাদের ইয়ুথ ফোর্স দেশের জন্য একটি বড় সুবিধা। আগামী ১৫-২০ বছর ধরে এটি থাকবে। দেশকে আমরা কীভাবে পরিচালনা করব, সেটা পরিকল্পনা করা আছে।”

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচিত হলে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংক ঋণের জটিলতা কমানো হবে, বিদেশে পড়াশোনার জন্য স্টুডেন্ট লোনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দেশের সব বড় শহরে জলাবদ্ধতা কাটাতে খাল খননসহ ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস

চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজসহ ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০-এর বেশি শিক্ষার্থী এই ইয়ুথ পলিসি টকে অংশ নেন।

এরপর বিএনপি চেয়ারম্যান পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত বড় সমাবেশে অংশ নেবেন। চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ভোর থেকেই হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। সমাবেশ শেষে তারেক রহমান ফেনী, কুমিল্লা, সোনাগাজী, দাউদকান্দি ও কাঁচপুরে একাধিক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন।