ঢাকা-১৯: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে প্রচার শুরু এনসিপি প্রার্থীর

Sadek Ali
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৩ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন এনসিপি-জামায়াত জোটের প্রার্থী দিলশানা পারুল।

বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন

দিলশানা পারুল বলেন, ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে নিহতদের তিনি শ্রদ্ধাভরে স্মরণ করছেন।

তিনি জানান, জোটের প্রার্থী হিসেবে এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানো জামায়াত নেতা আফজাল হোসেনের দোয়া নিয়ে তিনি আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন।

আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস

নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ করাই তার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের মধ্যেই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া ময়লা পরিষ্কার, চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার, নদীদূষণ রোধ এবং শিল্পাঞ্চল হিসেবে সাভার-আশুলিয়াকে শ্রমিক ও ব্যবসাবান্ধব করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

নিজের নির্বাচনী সম্ভাবনা সম্পর্কে দিলশানা পারুল বলেন, মাঠে নেমে জনগণের ইতিবাচক সাড়া পেয়েছেন। নারী প্রার্থী হিসেবে নারী ভোটারদের সমর্থন তাকে আশাবাদী করছে বলেও জানান তিনি।

এ সময় এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।