ধামরাইয়ে কৃষি জমিতে মাটিকাটার অপরাধে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

Sanchoy Biswas
নাজমুল হাসান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ২৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে কৃষি জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে তিন মাটি ব্যবসায়ীকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রাতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি।

আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

জানা গেছে, উপজেলার ভাড়ারিয়া ও নান্নার ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ইটভাটায় মাটি সরবরাহের জন্য রাতের আঁধারে কৃষি জমির মাটি খনন করে শ্রেণি পরিবর্তন করে আসছিলেন এলাকার কতিপয় মাটি ব্যবসায়ী।

কৃষি জমির মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তনের এই কার্যক্রমের সংবাদ পেয়ে ভাড়ারিয়া ও নান্নার ইউনিয়নের চাউনা এলাকায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি), ধামরাই ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। এসময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী চাউনা এলাকার সাইফুল ইসলাম ও রুবেলকে দুই লাখ করে মোট চার লাখ টাকা এবং একই দিনে ভাড়ারিয়া এলাকার হায়দার আলী হিরাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি), ধামরাই ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, "আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"