বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২৬ অপরাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতের ভেন্যুতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভার মূল আলোচ্য বিষয় ছিল—বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতের ভেন্যুতে না যাওয়ার সিদ্ধান্ত। সভায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় বিকল্প দল নির্বাচন করা হবে।

আরও পড়ুন: ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

আইসিসি বাংলাদেশের অবস্থান পুনর্বিবেচনার জন্য অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। সময়সীমা শেষ হওয়ার প্রায় দুই দিন পর আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে বলে জানিয়েছে ক্রিকবাজ।

বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে অংশ নেবে। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর গ্রুপের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

আরও পড়ুন: সাফ ফুটসালে ইতিহাস গড়ল বাংলাদেশ, চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দল

ক্রিকবাজ আরও জানায়, তারা ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে আইসিসির সদর দপ্তর দুবাই ও স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্কটল্যান্ডকে বাংলাদেশের বিকল্প হিসেবে নেওয়ার সিদ্ধান্ত চিঠির মাধ্যমে বিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি। শুক্রবার দুবাইয়ে আইসিসির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ওই বৈঠকেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল। তবে সেই আপিল খারিজ করে দিয়ে আইসিসির আগের সিদ্ধান্ত বহাল রাখে কমিটি।

এ বিষয়ে এখনো আইসিসি বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।