কিশোরগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবু তাহের মিয়ার ইন্তেকাল
ছবিঃ সংগৃহীত
কিশোরগঞ্জ পৌরসভার সাবেক দুইবারের মেয়র ও জেলা বিএনপি নেতা আলহাজ্ব মো. আবু তাহের মিয়া শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি পারিবারিক একটি অনুষ্ঠানে চট্টগ্রামে গিয়েছিলেন। পারিবারিক দাওয়াত শেষে বাসায় ফেরার পর গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোর চারটায় তাকে মৃত ঘোষণা করে। আলহাজ্ব আবু তাহের মিয়া ব্যক্তিগত জীবনে তিন কন্যা ও দুই ছেলের জনক। তিনি কিশোরগঞ্জ শহরের একজন সফল ব্যবসায়ী। তার আকস্মিক মৃত্যুতে কিশোরগঞ্জ শহরের শোকের ছায়া নেমে আসে। শুক্রবার এশার নামাজের পর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ





