গাজীপুর-১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে: মজিবুর রহমান
বিগত ১৭ বছর মানুষ কোনো ভোট দিতে পারেনি। এবার মানুষ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সারাদেশে শহীদ জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মার্কা ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। তিনি বলেন, এবারের নির্বাচনকে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর নির্বাচন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ প্রকৃত বিজয় ছিনিয়ে আনবে এবং ধানের শীষকে বিজয়ী করবে।
তিনি আজ কাশিমপুরে প্রচারণা করতে গিয়ে এসব কথা বলেন।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
মেয়র মজিবুর রহমান বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে গাজীপুর-১ আসনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তাই বিএনপির এই ঐক্য দেখে মানুষ বলতে শুরু করেছে—ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, আমাদের প্রার্থী মেয়র মজিবুর রহমান একজন সৎ মানুষ। তিনি জনমানুষের রাজনীতি করেন। তিনি অতীতে কালিয়াকৈরের মেয়র হিসেবে বারবার নির্বাচিত হয়েছেন, জনগণের খেদমত করেছেন। এবারের নির্বাচনে তাকে বিজয়ী করলে এ এলাকায় ব্যাপক উন্নয়ন তিনি করতে পারবেন।
আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার
এ সময় তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





