কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লার মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল উপজেলার হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল ৩ ঘটিকায় তিনি মারা যান।
আরও পড়ুন: পাচারচক্রের হাত থেকে শিশু উদ্ধার, পাচারকারী নারী গ্রেফতার
হাসান মোল্লার মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।





