তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অভিযোগ মূলত একটি হাইপার প্রোপাগান্ডার অংশ।
শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন রিজভী।
আরও পড়ুন: ধর্মের অপব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেস্টা আইনত অপরাধন: মাহ্দী আমিন
তিনি বলেন, রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে আরাফাত রহমান কোকো দীর্ঘদিন নিপীড়নের শিকার হয়েছেন। ওয়ান-ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই তার অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিতের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে ওই সফর সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করেই তারেক রহমান নির্বাচনী প্রচারণা পরিচালনা করছেন।
আরও পড়ুন: মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়েছে এলাকা: মির্জা আব্বাস
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বগুণ, রাজনৈতিক প্রজ্ঞা ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়েই প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা বিএনপির জনপ্রিয়তা ও জনসমর্থনকে ক্ষুণ্ন করতে পারবে না বলেও দাবি করেন রিজভী।





